হোটেল রিসোর্ট বাংলাদেশ –
আধুনিক দুনিয়ার মানুষ ঘরবদ্ধ থাকাটা একদম পছন্দ করেনা। যুগের সাথে সাথে মানুষের চিন্তাধারা আর মানসিকতার ব্যাপক পরিবর্তন ঘটেছে। পিছিয়ে নেই বাংলাদেশের মানুষ তথা তরুন সমাজ। নগরজীবনের ব্যস্ততা আর কাঠিন্যতা থেকে মুক্তির জন্য তারাও তালাশ করে প্রকৃতির একটু সন্ধান, একটু নৈকট্য। দেশের আপামর জনসাধারনের নির্মল বিনোদন ও সাশ্রয়ী ভ্রমণের ব্যবস্থার নিমিত্তে এই সাইটটি সফল্ভাবে দেশের প্রতিটি পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক স্থান, হোটেল, রিসোর্ট, প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান, পুরাকীর্তি সহ ভ্রমণ সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরছে। কারণ, হোটেলরিসোর্ট বিডি ডট কম ভ্রমণপিপাসু মানুষদের অজানাকে জানার ও নিত্যনতুন বিভিন্ন স্পটগুলির সাথে পরিচিত করিয়ে দিতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রত্যাশা, তাদের এই সাইটের মাধ্যমে দেশের আপামর জনসাধারণের অজানাকে জানা ও চেনার তৃষ্ণা বহুগুনে মেটাতে সক্ষম হবে।
বর্তমানে সাইট টিতে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার দেশি বিদেশী পর্যটক এবং ভ্রমণ পিপাসু মানুষ ভিজিট করে থাকে। দেশের পর্যটনকে এগিয়ে নিতে তাদের এই উদ্যোগ অব্যাহত ভাবে এগিয়ে যাবে এমনই প্রত্যাশা দেশের পর্যটন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। তাদের ব্লগ সাইটের ঠিকানা – http://blog.hotelresortbd.com/
ফেসবুকে হোটেল রিসোর্ট বিডি ডট কম
পুলিশ বাহিনীর নিজস্ব ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরু