যারা ভারতীয় ভিসা করার সময় ফেইক ডলার এনডোর্সমেন্ট করেন তাদের জন্য আর কিছুদিন পর ডলার এন্ড্রোসমেন্ট বাতিল হয়ে যাবে এমনটাই জানিয়েছে ভারতীয় ভিসা সেন্টার । অনেকেই পাসপোর্ট এ ভুয়া ডলার এনডোর্সমেন্ট দেখাতেন এখন থেকে সেটি আর কাজ করবে না। সামনের দিনগুলোতে ডলার এন্ড্রোসমেন্ট দিয়ে আর ভারতীয় ভিসার আবেদন করা যাবেনা সেক্ষেত্রে কিনতে হবে ভারতের স্ট্যাট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্রাভেল কার্ড যেখানে ১৫০ ডলার কিনে এন্ড্রোসমেন্ট করতে হবে আপনাকে।
তবে যারা ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ডে এন্ড্রোসমেন্ট করেন তাদের কোন চিন্তার কারণ নেই তাদের আগের মতোই ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড এনডোর্সমেন্ট দিয়ে আবেদন করতে পারবেন। ভুয়া ডলার এনডোর্সমেন্ট অভিযোগের কারণে ভারতীয় ভিসা সেন্টার এই্ পদক্ষেপ নিচ্ছে। তবে এটি এখনো কার্যকর করা হয়নি আপাতত ঈদের পর থেকে কার্যকর হবার সম্ভবনা রয়েছে। তবে যারা ভুয়া ডলার এন্ডোসমেন্ট দেন তারা সাবধান ভিসা আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে এখনই। তাই ঈদের জন্য ইন্ডিয়ান ভিসায় আবেদন করতে চাইলে অবশ্যই এইভাবে ডলার না দেখিয়ে ব্যাংক স্টেটমেন্ট কিংবা ক্রেডিট কার্ড এর মাধ্যমে দেখানোর পরিকল্পনা রাখুন না হলে বাতিল হয়ে যেতে পারে আপনার ভিসার আবেদন।